Refinancing agreement with BB PR_17.07.2017

Jul 17, 2017
BIFFL

বাংলাদেশ ব্যাংক-এর সাথে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাক্চার ফাইন্যান্স ফান্ড লিমিটেড এর

পুনঃঅর্থায়ন অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ কর্তৃক পরিচালিত ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এর আওতায় বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাক্চার ফাইন্যান্স ফান্ড লিমিটেড এর মধ্যকার অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান গত জুলাই ১৭, ২০১৭ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব এস. কে. সুর চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক জনাব মোঃ আবদুর রহিম। বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের মহাব্যবস্থাপক জনাব শেখ মোঃ সেলিম এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাক্চার ফাইন্যান্স ফান্ড লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার জনাব মোহাম্মদ সগীর হোসেন খান প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এর আওতায় দেশের কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগে অর্থায়নের বিপরীতে ৮৫০ কোটি টাকার ঘূর্ণায়মান পুনঃঅর্থায়ন তহবিল চালু রয়েছে। তহবিল স্বল্পতার জন্য বর্তমানে এ স্কিমের আওতায় অগ্রাধিকার ভিত্তিতে নারী উদ্যোক্তাসহ সৃজনশীল লেখনী প্রকাশ ও বিপনন, সমাজের সুবিধা বঞ্চিত উদ্যোক্তা ও রাখাইনসহ উপজাতি উদ্যোক্তাদেরকে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করা হয়। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ নারী উদ্যোক্তাদেরকে ৫০ হাজার থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে এ স্কিমের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবে। নারী উদ্যোক্তাগনকে সর্বোচ্চ ৯% (প্রচলিত ব্যাংক রেট+৪%) সুদে অর্থায়নের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করা হয়। উল্লেখ্য, শুধুমাত্র নারী উদ্যোক্তারা এ স্কিমের আওতায় ব্যক্তিগত জামানতের বিপরীতে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে। এ পর্যন্ত এ স্কিমের আওতায় ৩৬ টি ব্যাংক এবং ২৬ টি আর্থিক প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ রয়েছে। ৩০/০৬/২০১৭ তারিখ পর্যন্ত এ স্কিমের আওতায় ১৮,২৬৮ টি ক্ষুদ্র উদ্যোগের বিপরীতে ১,৯৩৫.৩৮ কোটি টাকা পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করা হয়েছে।