বিআইএফএফএল গতকাল আর্স্তজাতিক নারী দিবস উপলক্ষে তার নারী কর্মকর্তাদের নিয়ে দিবসটি পালনে একটি অনুষ্ঠানের অয়োজন করে। প্রতিবারের মত এইবারও সকল নারীদের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনে বিআইএফএফএল অনুষ্ঠানটি যথাযথভাবে পালন করে। নারীদের সমমর্যাদা প্রদানে এবং তাদের অধিকার রক্ষার্থে যে কোন ধরনের কার্যক্রম গ্রহনে বিআইএফএফএল সবসময় অগ্রসর ভূমিকা পালন করে আসছে। এ সময় দিবসটির তাৎপর্য উল্লেখ করে বক্তৃতা প্রদান করেন বিআইএফএফএল এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এস.এম. ফরমানুল ইসলাম, সিওও জনাব সগীর হোসেন খান এবং কোম্পানি সেক্রেটারি জনাব মোহাম্মদ খান, এফসিএস। অবকাঠামো খাতে দীর্ঘমেয়াদী প্রকল্পে অর্থায়নের পাশাপাশি বিআইএফএফএল দেশের নারী উদ্যোক্তাদের অর্থায়নেও কাজ করে আসছে। তাই নারী উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা প্রদানের নিমিত্তে বাংলাদেশ ব্যাংকের ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এর আওতায় ‘শৈলী’ নামে একটি নতুন সেবা চালু করে। নারীরা গতানুগতিক ব্যবসায়িক উদ্যোগে নিজেদের সীমিত না রেখে বৃহৎ পরিসরে ব্যতিক্রমধর্মী ব্যবসায় যেন নিজেদের সম্পৃক্ত করতে পারে সে লক্ষ্যে বিআইএফএফএল উৎসাহ প্রদান করে যাচ্ছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ”শৈলী”র আওতায় প্রায় ৩০০ জন নারী উদ্যোক্তাকে অর্থায়ন সুবিধা প্রদান করেছে।
Celebration of Woman’s Day-2019